Latest News
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ।। ১৩ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বৃক্ষরোপন কর্মসূচি শুরু

ঝালকাঠিতে বৃক্ষরোপন কর্মসূচি শুরু

স্টাফ রিপোর্টার :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন নার্সারী প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে কালেক্টরেট স্কুল চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি স্কুল চত্বরে তিনটি গাছের চারা রোপন করেন। ‘মুজিববর্ষের আহ্বান-লাগাই গাছ, বাড়াই বন’ স্লোগানে এ কর্মসূচির আওতায় জেলায় ৮১ হাজার ৩০০ ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন করা হবে। কর্মসূচিতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম, এনডিসি আহমেদ হাসান, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক নুরুল আমিন খান সুরুজ, বন ও পরিবেশ সম্পাদক খসরু নোমান, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার ও বনকর্কর্তা মো. জিয়াউল ইসলাম।
এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে অচেতন অবস্থায় কলেজছাত্রকে উদ্ধার

স্টাফ রিপোর্টার : অজ্ঞানপার্টির খপ্পরে পড়া কলেজছাত্রকে ঝালকাঠির গাবখান সেতুর টোলঘর থেকে অচেতন অবস্থায় উদ্ধার …