Latest News
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ।। ২০শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বৃদ্ধ নারীর কীটনাশক পানে মৃত্যু

ঝালকাঠিতে বৃদ্ধ নারীর কীটনাশক পানে মৃত্যু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে নুরজাহান বেগম (৬৫) নামের এক নারীর কীটনাশক পানে মৃত্যু হয়েছে। সদর উপজেলার মুরাসাতা গ্রামে ভাইয়ের বাড়িতে বৃহস্পতিবার তিনি কীটনাশক পান করেন। তাকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঝালকাঠি থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, নুরজাহান বেগমের স্বামী ও সন্তান নেই। তিনি মুরাসাতা গ্রামে তাঁর ভাইয়ের বাসায় থাকতেন। পরিবারের লোকজনের চোখের আড়ালে তিনি ঘরে রাখা কীটনাশক পান করেন। তবে কি কারনে তিনি কীটনাশক পান করেছেন, তা এখনো জানা যায়নি। নুরজাহানের ভাইয়ের ছেলেরা দাবি করেছেন, তিনি অনেক দিন ধরে মানসিক ভারসম্যহীন ছিলেন।
এ ব্যাপারে ঝাকাঠি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।