Latest News
বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ ।। ৬ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ

ঝালকাঠিতে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের ধানসিড়ি সভাকক্ষে রবিবার সকাল ১১টায় সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে সমাজসেবা অধিদপ্তর।
জেলা প্রশাসক মো. জোহর আলী এতে প্রধান অতিথি ছিলেন। বক্তব্যে তিনি বলেন, পিছিয়েপড়া জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার তাদের পাশে রয়েছে। প্রশিক্ষণপ্রাপ্তদের সরকারের দেয়া সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার মুখার্জীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সহসভাপতি হেমায়েত উদ্দিন হিমু, বেদে সর্দার আবদুর রহিম ও প্রশিক্ষণপ্রাপ্ত সাগরিকা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আসাদুজ্জামান পলাশ। অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মঈন তালুকদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার, ডা. শাকিল আহম্মেদ, সমাজসেবা কর্মকর্তা মো. মোজাম্মেল, শিশু পরিবারেরর উপতত্ত্বাবধায়ক নাহিদ জাহান তুফাসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে জেলার ৪টি উপজেলা থেকে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর ৫০ জন নারী-পুরুষ অংশ নেন। তাদের মধ্যে ২২ জনে কম্পিউটার ও ২৮ জনে সেলাই বিষয়ে প্রশিক্ষণ নেন। জেলা প্রশাসক মো. জোহর আলী প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদপত্র তুলে দেন।