Latest News
শুক্রবার, ১৯ জুলাই ২০২৪ ।। ৪ঠা শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বৈদ্যুতিক কর্মপেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির প্রশিক্ষণ

ঝালকাঠিতে বৈদ্যুতিক কর্মপেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে মুজিব বর্ষ (২০২০-২০২১) উপলক্ষে বৈদ্যুতিক কর্মপেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির প্রশিক্ষণ কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার বেলা ১২টায় ভিডিও কনফারেন্সে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী (বীর বিক্রম)। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করা হয়। বিদ্যুৎ বিভাগ ও ঝালকাঠি জেলা প্রশাসন যৌথভাবে এ উদ্বোধনী অনুষ্ঠান উপভোগের আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম ও এস এম ফরিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান। এছাড়াও সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, প্রশিক্ষণার্থী, ওজোপাডিকো ও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মসূচি উদ্বোধনের পর থেকে ঝালকাঠিতেও কার্যক্রম শুরু করা হয়েছে।