Latest News
বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ।। ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বোরা ধান কাটা শুরু

ঝালকাঠিতে বোরা ধান কাটা শুরু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটি করোনায় শ্রমিক সংকটে বিপাকে পড়া কৃষকদের ৫ একর জমির ধান কাটার মধ্যদিয়ে জেলায় বোরো ধান কাটা কর্মসূচি শুরু হয়েছে। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা মঙ্গলবার সকালে উপজেলার ষাইটপাকিয়া গ্রামে কৃষি বিভাগের সহযোগিতায় কাচি দিয়ে ধান কেটে কর্মসূচির উদ্বোধন করেন। পরে কমবাইন্ড হারবেস্টার মেশিন দিয়ে ধান কেটে কৃষকের বাড়িতে পৌছে দেওয়া হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ষাইটপাকিয়া গ্রামের কৃষক গোলাম মাওলাসহ স্থানীয় ১৫ জন কৃষক ৫ একর জমিতে কৃষি বিভাগের পরামর্শে বোরো ধান আবাদ করে। ফলন ভালো হওয়ায় কৃষকরা ভালো আশায় দিন গুনতে থাকে। কিন্তু করোনায় তাদের সব স্বপ্ন মাটি করে দেয়। শ্রমিক সংকটের কারণে ধান পেকে মাটিতে পড়ে যাচ্ছিল। এসময় তাঁরা ধান কাটতে পারছিলেন না। খবর পেয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমনি কাচি দিয়ে ধান কাটা কার্যক্রম শুরু করেন। পরে তাদের নির্ধারিত শ্রমিক ও কমবাইন্ড হারবস্টার মেশিন দিয়ে ধান কেটে আটি বেধে কৃষকের বাড়ি পৌছে দেওয়া হয়।
এ কাজে সহযোগিতা করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক খাইরুল ইসলাম, প্রকল্প মনিটরিং কর্মকর্তা তাজুল ইসলাম, নলছিটি উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি ও ভৈরবপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহম্মেদ। ধান কেটে দেওয়ায় খুশি স্থানীয় কৃষকরা।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিকদল সভাপতির ওপর হামলা

স্টাফ রিপোর্টার : ঝালকাঠি নলছিটিতে উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. মিজানুর রহমানের ওপর হামলার অভিযোগ পাওয়া …