Latest News
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ।। ৩০শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
Home / কৃষি / ঝালকাঠিতে বোরো চাষে অর্ধকোটি টাকা প্রনোদনা দিচ্ছে সরকার

ঝালকাঠিতে বোরো চাষে অর্ধকোটি টাকা প্রনোদনা দিচ্ছে সরকার

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলায় বোরো মৌসুমের ১৩ হাজার ৩৫০ হেক্টর জমিতে আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ইতিমধ্যেই জেলায় বোরো মৌসুমে হাইব্রিড চাষের জন্য ৮ হাজার কৃষককে প্রনোদনা দেওয়া হবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষকদের ৪৯ লাখ ৯৬ হাজার টাকার প্রনোদনা বরাদ্দ দিয়েছে সরকার। এর আওতায় ৮ হাজার কৃষকে হাইব্রিড বোরো ধান চাষের জন্য জনপ্রতি কৃষকে দুই কেজি করে উন্নত জাতের বীজ দেওয়া হবে। কৃষি বিভাগের সূত্রে জানা গেছে, ৮ হাজার কৃষকের মধ্যে জেলার চারটি উপজেলায় কতজন করে কৃষক প্রনোদনা সহায়তা পাবে তার উপর বরাদ্দ কমিটির সভায় অনুমোদিত হবে।
এদিকে ঝালকাঠির বিএডিসি বীজ বিতরণ কেন্দ্রে কৃষকদের মধ্যে বিক্রির জন্য আড়াই মেট্রিকটন বীজ দেওয়া হয়েছে। বিএডিসির বীজ বিতরণ কেন্দ্রের অফিস সূত্রে জানা গেছে, কৃষকরা আগাম বোরো চাষের জন্য কেন্দ্র থেকে সরকারি মূল্যে বীজ সংগ্রহণ করছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …