Latest News
বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ।। ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ভুয়া চিকিৎসক সহযোগিসহ আটক, এক বছর করে কারাদণ্ড
Exif_JPEG_420

ঝালকাঠিতে ভুয়া চিকিৎসক সহযোগিসহ আটক, এক বছর করে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুরে উৎপল পাল (২৮) নামে একজন ভুয়া চিকিৎসক ও তার সহযোগী মো. জুয়েল আহম্মেদকে (৩৭) আটক করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার পুটিয়াখালী মিরেরহাট এলাকায় পুপুলার মেডিকেল হলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার। সোমবার তাদের কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত উৎপল পাল বাগেরহাট সদর উপজেলার খানপুর গ্রামের পরিতোষ পালের ছেলে ও তার সহযোগী মো. জুয়েল আহম্মেদ বরগুনা সদর উপজেলার নলিমাইঠা গ্রামের মো. আমির হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উৎপল পাল চিকিৎসক না হয়েও প্যাডে ডাক্তার লিখে মানুষকে ভুল বুঝিয়ে দীর্ঘদিন থেকে পুটিয়াখালী মিরেরহাট এলাকার বাসিন্দাদের চোখের চিকিৎসা দিয়ে আসছিলেন। আর এ কাজে জুয়েল আহম্মেদ তাকে সহযোগীতা করে আসছিলেন। প্রতারণার মাধ্যমে চিকিৎসা দেওয়ার অপরাধে তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিকদল সভাপতির ওপর হামলা

স্টাফ রিপোর্টার : ঝালকাঠি নলছিটিতে উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. মিজানুর রহমানের ওপর হামলার অভিযোগ পাওয়া …