Latest News
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ।। ২০শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ভোক্তা অধিকার দিবস পালিত

ঝালকাঠিতে ভোক্তা অধিকার দিবস পালিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ‘নিরাপদ মানসম্মত পণ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখ আজ শুক্রবার বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষ শহরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে র‌্যালিটি শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক মো. হামিদুল হক র‌্যালিতে নেতৃত্ব দেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সুগন্ধা সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মো. আরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা ও টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।