Latest News
বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ।। ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে মডেল ফার্মেসি প্রতিষ্ঠা ও পরিচালনা বিষয়ে কর্মশালা সমাপ্ত

ঝালকাঠিতে মডেল ফার্মেসি প্রতিষ্ঠা ও পরিচালনা বিষয়ে কর্মশালা সমাপ্ত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে মডেল ফার্মেসি প্রতিষ্ঠা ও পরিচালনা বিষয়ে তৃতীয় ব্যাচের ছয়দিনের কর্মশালা সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ফার্মাসিস্ট কাউন্সিল ও ম্যানেজমেন্ট সাইন্সেস ফর হেলথ। এতে ৪০ জন ফর্মাসিস্ট অংশ নেয়। গত ৭ সেপ্টেম্বর থেকে এ কর্মশালা শুরু হয়। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাফর মো. মুসা। এতে অতিথি ছিলেন ঝালকাঠি ক্যামিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি মুন্সি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মেহেদী আহমেদ ও প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান। প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলাদেশ ফার্মাসিস্ট কাউন্সিল ও ম্যানেজমেন্ট সাইন্সেস ফর হেলথ এর কো-অর্ডিনেটর শফিকুল ইসলাম সবুজ ও ফিল্ড মনিটর আবু হাসানাত মো. কামরুজ্জামান। ডিএফআইডি’র অর্থায়নে বিসিসিপি বাংলাদেশ এ কর্মশালা পরিচালনা করেন।