স্টাফ রিপোর্টার :
কোরবানীর ঈদকে সামনে রেখে ঝালকাঠিতে মসলার বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার দুপুরে শহরের আড়তদারপট্টি এলাকায় অভিযান চালিয়ে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা।
ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানান, শহরের আড়তদারপট্টি এলাকায় মানিক ট্রেডার্স নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে পেঁয়াজ, রসুন, আদা বেশি দামে বিক্রি ও মূল্য তালিকা না থাকায় এবং জুম ট্রেডার্স নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে মরিচ ও হলুদে রং মেশানোর অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। ঈদ উপলক্ষে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকারের কর্মকর্তারা।
Home / অর্থনীতি / ঝালকাঠিতে মসলার বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা
জনতার কণ্ঠ 24 সংবাদ
সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার বিষয়ে নাগরিকদের মতামত ও অভিজ্ঞতা জানতে কমিউনিটি অ্যাকশন মিটিং
স্টাফ রিপোর্টার : ঝালকাঠি সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নের লক্ষ্যে সেবাগ্রহীতাদের অংশগ্রহণে কমিউনিটি অ্যাকশন মিটিং …