Latest News
শনিবার, ১২ জুলাই ২০২৫ ।। ২৮শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে মহান মে দিবস পালিত

ঝালকাঠিতে মহান মে দিবস পালিত

স্টাফ রিপোর্টার :
নানা আয়োজনের মধ্যদিয়ে ঝালকাঠিতে মহান মে দিবস পালিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় শ্রমিক সমাবেশ। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেলোয়ার হোসেন মাতুব্বর। জেলা শ্রমিক লীগের আহবায়ক মোবারক হোসেন মল্লিকের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার, শ্রমিক নেতা এস আর এম মানিক, আবু সাঈদ খান, যুগ্ম আহবায়ক হারুন আর রশিদ।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে যুবদল ও ছাত্রদলের নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, হামলাকারীরা উল্টো মামলা ও মানববন্ধন করে প্রকৃত ঘটনা আড়ালের চেষ্টা করছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে যুবদল ও ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে কুপিয়ে হত্যাচেষ্টার পর এবার মিথ্যা …