Latest News
বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ।। ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে মহান মে দিবস পালিত

ঝালকাঠিতে মহান মে দিবস পালিত

স্টাফ রিপোর্টার :
নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে মহান মে দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় শ্রমিক সমাবেশ। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। জেলা শ্রমিক লীগের সভাপতি মোবারক হোসেন মল্লিকের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার, শ্রমিক নেতা এস আর এম মানিক ও আবু সাঈদ খান।