স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে মাইক্রেবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সংগঠনের কার্যালয়ে ৬০ জন মাইক্রোবাস চালকদের হাতে খাদ্যসামগ্রী হিসেবে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি চিনি, দুই কেজি পেঁয়াজ, এক কেজি আটা, এক কেজি তেল, গুড়া সাবান, নুডুলস, লবন ও সেমাই তুলে দেওয়া হয়। ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, পৌর কাউন্সিলর নাছিমা কামাল, আওয়ামী লীগ নেতা খসরু নোমান, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আলিম শাহ নেওয়াজ লাবলু ও সাধারণ সম্পাদক মো. হানিফ খান উপস্থিত ছিলেন। খাদ্যসামগ্রী পেয়ে খুশি মাইক্রোবাস সমিতির সদস্যরা।
জনতার কণ্ঠ 24 সংবাদ
সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার বিষয়ে নাগরিকদের মতামত ও অভিজ্ঞতা জানতে কমিউনিটি অ্যাকশন মিটিং
স্টাফ রিপোর্টার : ঝালকাঠি সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নের লক্ষ্যে সেবাগ্রহীতাদের অংশগ্রহণে কমিউনিটি অ্যাকশন মিটিং …