স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি শহরের দুটি বড়বাজার বন্ধ করে দিয়েছে প্রশাসন। বাজার দুইটি সরিয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বসানো হয়েছে। সোমবার সকাল থেকে বিক্রেতারা বিভিন্ন পণ্য নিয়ে মাঠে খোলা বাজার বসায়। সামাজিক দূরত্ব মেনে এসব বাজারে মালামাল কিনছেন ক্রেতরা। জেলা প্রশাসনের নির্দেশে পৌর কর্তৃপক্ষ বাজার দুটি বাসানোর সিদদ্ধান্ত নেয়।
পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার বলেন, সাধারণ মানুষের উপকারের জন্যই বাজার স্থানান্তর করা হয়েছে। সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ ও শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দুটি বাজার বসছে। এখান থেকেই ক্রেতারা তাদের পণ্য কিনছেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিকদল সভাপতির ওপর হামলা
স্টাফ রিপোর্টার : ঝালকাঠি নলছিটিতে উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. মিজানুর রহমানের ওপর হামলার অভিযোগ পাওয়া …