Latest News
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ।। ২০শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে মাদক মামলায় এক ইয়াবা ব্যবসায়ীর ১০ বছর কারাদণ্ড

ঝালকাঠিতে মাদক মামলায় এক ইয়াবা ব্যবসায়ীর ১০ বছর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় হানিফ হাওলাদার নামে এক ইয়াবা ব্যবসায়ীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, পরিশোধ না করলে আরো দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। রবিবার দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৬ অক্টোবর বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) ৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামে অভিযান চালায়। এসময় বাড়ির পাশে বসে ইয়াবা বিক্রি করছিল হানিফ হাওলাদার। র‌্যাব তাকে ২৪১পিস ইয়াবা সহ গ্রেপ্তার করে। এ ঘটনায় র‌্যাব ৮ এর ডিএডি জিয়াউল হক বাদী হয়ে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। থানার এসআই ফিরোজ আহম্মেদ তদন্ত শেষে ওই বছরের ৪ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত নয়জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হানিফ হাওলাদার দপদপিয়া গ্রামের মৃত সিরাজ উদ্দিন হাওলাদারের ছেলে। আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি আব্দুল মান্নান রসুল।