Latest News
রবিবার, ২৮ মে ২০২৩ ।। ১৪ই জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে মানবতার সেবা সংগঠনের ঈদ খাদ্যসামগ্রী বিতরণ

ঝালকাঠিতে মানবতার সেবা সংগঠনের ঈদ খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে করোনায় কর্মহীন ও দরিদ্র ৬০০ মানুষের মাঝে ১১ ধরনের ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করেছে মানবতার সেবা নামে একটি সংগঠন। সোমবার সকালে শহরের পালবাড়ি এলাকায় শরীফ ফ্লাওয়ার ইন্ডাস্ট্রি চত্বরে এসব খাদ্যসামগ্রী তুলে দেন সংগঠনের চেয়ারম্যান যুবলীগ নেতা মো. কামাল শরীফ। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, পোলাও চাল, ডাল, আলু, আটা, তেল, সেমাই, দুধ, চিনি, চা পাতা ও লবন। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকাদার, মুক্তিযোদ্ধা দুলাল সাহা ও মানবতার সেবা সংগঠনের আহ্বায়ক রেজবা আহম্মেদ আলভি।
মানবতার সেবা সংগঠনের চেয়ারম্যান যুবলীগ নেতা কামাল শরীফ জানান, করোনায় অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। দরিদ্র মানুষ কষ্টের কথা চিন্তা করে মানবতার সেবা সংগঠন করোনা দুর্যোগের শুরু থেকে মানুষের পাশে দাঁড়িয়েছে। খাদ্যসামগ্রী দিয়ে অভুক্ত মানুষের ক্ষুধা নিবারণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান এই যুবলীগ নেতা।

জনতার কণ্ঠ 24 সংবাদ

রাজাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির রাজাপুরে পুকুরের পানিতে ডুবে রমজান হোসেন নামে দুই বছর বয়সী এক …