Latest News
শনিবার, ২৭ জুলাই ২০২৪ ।। ১২ই শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে মুক্তিযুদ্ধের স্মরণিয় দিন, আজ চাচৈর যুদ্ধ দিবস

ঝালকাঠিতে মুক্তিযুদ্ধের স্মরণিয় দিন, আজ চাচৈর যুদ্ধ দিবস

স্টাফ রিপোর্টার :
আজ ১৩ নভেম্বর। মুক্তিযোদ্ধাদের সাফল্যগাঁথা ঝালকাঠির চাচৈর সম্মুখ যুদ্ধের দিন আজ। ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের চাচৈর গ্রামে ১৯৭১ সালে মহাণ মুক্তিযুদ্ধকালের এ দিনে মুক্তিযোদ্ধাদের সাথে পাকিস্তানী সেনা ও তাদের দোসর রাজাকারের মধ্যে তুমুল লড়াই হয়। সকাল থেকে রাত পর্যন্ত চলা চাচৈর রণাঙ্গনের এ যুদ্ধ ৯নং সেক্টরের অন্যতম বড় যুদ্ধ হিসেবে পরিচিতি। মুক্তিযোদ্ধারা এখানকার মতো সাফল্য সেক্টরের অন্য কোথাও পায়নি। চাচৈর ছাড়া আশেপাশের কয়েকটি গ্রামেও যুদ্ধ ছড়িয়ে পড়ে। সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন ওমরের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের কয়েকটি গ্রæপ যুদ্ধে অংশ নেয়। এ যুদ্ধে আবদুল আউয়াল নামে এক মুক্তিযোদ্ধা এবং দুই শিশুসহ পাঁচ জন সাধারণ মানুষ মারা যান। অন্যদিকে মুক্তিযোদ্ধাদের হাতে শতাধিক পাকিস্তানী সেনা ও রাজাকার নিহত হয়। এক পর্যায়ে পাকিস্তানী সেনারা পিছু হটতে বাধ্য হয়। এ ঘটনার জেরে পরের দিন পাকিস্তানী সেনারা ফের ওই এলাকায় হানা দেয় এবং তিন শতাধিক বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। চাচৈর রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের সাফল্য আর হানাদার বাহিনীর চরম পরাজয়ের খবর আন্তর্জাতিক প্রচার মাধ্যমেও প্রচার করা হয়। স্মৃতি ধরে রাখতে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের ষাইটপাকিয়া বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযুদ্ধের একটি স্মৃতি ফলক নির্মাণ করা হয়। দিনটি উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধারা আলোচনা সভা, মিলাদ ও দোয়ার আয়োজন করেছেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে চোর সন্দেহে যুবককে গণপিটুনি দিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে চোর সন্দেহে রিয়াজ ফকির (২৪) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে …