Latest News
রবিবার, ২৩ মার্চ ২০২৫ ।। ৯ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে মোয়াজ্জেম হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত : জেলা আওয়ামী লীগের মিলাদ দোয়া

ঝালকাঠিতে মোয়াজ্জেম হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত : জেলা আওয়ামী লীগের মিলাদ দোয়া

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক শিল্পমন্ত্রী ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর বাবা মোয়াজ্জেম হোসেনের ৫২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের আত্নার শান্তি কামনায় শুক্রবার বিকেলে শহরের টাউন হলের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। ঝালকাঠি জেলা আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সহসভাপতি সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার, ধর্ম বিষয়ক সম্পাদক মু. আব্দুর রশীদ, আওয়ামী লীগ নেতা খসরু নোমান, এস আর মানিক, আবু সাঈদ খান, যুবলীগ নেতা পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, পৌর কাউন্সিলর হুমায়ুন কবির খান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন মিঠু ও সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আতিকুল ইসলাম হৃদয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা শহিদুল ইসলাম।