Latest News
সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ।। ২রা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মাছের পোনা বিতরণ

ঝালকাঠিতে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মাছের পোনা বিতরণ

স্টাফ রিপোর্টার :
মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে ঝালকাঠি সদর উপজেলার ২৭টি প্রতিষ্ঠানে ৩৩৯ কেজি পোনা মাছ বিতরণ করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের সরকারি খাস পুকুর, প্লাবন ভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির আওতায় সোমবার মৎস্য খামার পুকুর থেকে এ পোনা মাছ বিতরণ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী মো. ছোয়াইব, জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা, খামার ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সহিদ মিয়া, কেওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন টিপু, সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, কালেকটরেট স্কুলের সহ-প্রধানশিক্ষক সূজিত কান্তি বসু এবং মৎস্য বিভাগের মাঠ সহকারী অধীর রঞ্জন মিত্র ও ফজলুর রহমানসহ বিশিষ্টজন উপস্থিত ছিলেন।