স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে জাতীয় যক্ষা নিরোধ সমিতি জেলা শাখার উদ্যোগে মাধ্যমিক স্তরের শিক্ষকদের নিয়ে যক্ষা প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় নাটাব জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম তালুকদার সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবুয়াল হাসান। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা ব্র্যাক প্রতিনিধি মো. সাইফুল ইসলাম। মতবিনিময় সভায় ৩০জন শিক্ষক অংশগ্রহণ করেন। নাটাব ফিল্ড অফিসার মো. নাসিম উদ্দিন কর্মশালার মূলবক্তব্য উপস্থাপন করেন। ঝালকাঠি জেলায় এ পর্যন্ত ৫২৪ জন যক্ষা রোগে আক্রান্ত হয়েছে বর্তমানে ২জন চিকিৎসাধীন রয়েছেন। যক্ষা রোগী সনাক্তের জন্য ব্র্যাক প্রতিমাসে জেলায় ৭০০-১০০০ ব্যক্তির কফ পরীক্ষা করে থাকে। ঝালকাঠি জেলায় যক্ষা রোগে আক্রান্তের মধ্যে সুস্থ্যতার হার ৯৫%।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিকদল সভাপতির ওপর হামলা
স্টাফ রিপোর্টার : ঝালকাঠি নলছিটিতে উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. মিজানুর রহমানের ওপর হামলার অভিযোগ পাওয়া …