Latest News
সোমবার, ৫ জুন ২০২৩ ।। ২২শে জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে যক্ষ্মা নিয়ন্ত্রণে নাটাবের মতবিনিময় সভা

ঝালকাঠিতে যক্ষ্মা নিয়ন্ত্রণে নাটাবের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ‘যক্ষ্মা নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে কলেজ শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) সোমবার সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে।
ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. গোলাম ফরহাদ এতে প্রধান অতিথি এবং গুয়াটোন হেমায়েত উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম ও টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সহসভাপতি হেমায়েত উদ্দিন হিমু বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন জেলা নাটাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম তালুকদার।
‘বিশেষজ্ঞ আলোচক’ হিসেবে ডা. গোলাম ফরহাদ যক্ষ্মা রোগ এবং এর নিয়ন্ত্রণে করণীয় বিষয়সমূহ তুলে ধরেন। তিনি অংশগ্রহণকারীদের মুক্ত আলোচনায় উঠে আসা বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন। এছাড়া সভায় সামাজিক আন্দোলন বেগবান করে যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়ার জন্য অংশগ্রহণকারী শিক্ষকরা অঙ্গীকার করেন। জেলার সরকারি-বেসরকারি কলেজের মোট ৩০ জন শিক্ষক উপস্থিত ছিলেন।