Latest News
শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২ ।। ১৫ই আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার :
মুন্সিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, বিভিন্ন স্থানে পুলিশের গুলিতে যুবদল নেতা হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। বৃহস্পতিবার দুপুরে জেলা যুবদলের সদস্যসচিব অ্যাডভোকেট আনিসুর রহমানের নেতৃত্বে শহরের কামারপট্টি দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সদর চৌমাথা হয়ে কুমারপট্টি এলাকায় গেলে পুলিশ ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। পরে কামারপট্টি দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হয়ে সমাবেশ করে। এতে বক্তব্য দেন ঝালকাঠি জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রবিউল হোসেন তুহিন, সদস্যসচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান, যুগ্ম আহবায়ক এনামুল হক সাজু, জাহিদুল ইসলাম ও সাদ্দাম হোসেন।
সমাবেশে বক্তারা মুন্সিগঞ্জে বিএনপির সমাবেশে পুলিশের হামলার বিচার ও দৃষ্টান্তম‚লক শাস্তি দাবি করেন। পাশাপাশি বর্তমান সরকারের নানা ব্যর্থতার প্রসঙ্গ এনে পদত্যাগ করার দাবি জানান। অন্যথায় সরকার পতন না হওয়া পর্যন্ত যুবদল একেরপর এক কর্মস‚চি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি-বরিশালসহ পাঁচ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির বাস শ্রমিকদের মারধরের প্রতিবাদ ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে ঝালকাঠি-বরিশালসহ পাঁচ রুটে …