স্টাফ রিপোর্টার :
নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠিতে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় শহরের টাউন হলের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন জেলা যুবলীগের নেতৃবৃন্দ। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরের সভাপতিত্বে আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপি। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা যুবলীগ নেতা কামাল শরীফ, পৌর যুবলীগের যুগ্মআহ্বায়ক মো. ছবির হোসেন ও যুবলীগ নেতা শফিকুল ইসলাম ও জামাল হোসেন মিঠু। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণসহ নানা কর্মসূচি পালন করে যুবলীগ।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …