Latest News
রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ।। ১লা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

ঝালকাঠিতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সঙ্গীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মো. রিয়াদুল ইসলাম, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন আক্তার ও সূর্যালোক নিউজ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার দুইটি বিভাগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিশু ও সাংস্কৃতিক সংগঠনের অর্ধশতাধিক ছেলেমেয়ে অংশ নেয়। অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।