Latest News
শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ।। ২২শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে রাজনৈতিক সংস্কার ও নাগরিক ভাবনা শীর্ষক গোল টেবিল বৈঠক

ঝালকাঠিতে রাজনৈতিক সংস্কার ও নাগরিক ভাবনা শীর্ষক গোল টেবিল বৈঠক

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ‘বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ও নাগরিক ভাবনা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সদর উপজেলা সুজন এর সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে গোল টেবিল বৈঠকে বরিশাল মহানগর সুজন সভাপতি অধ্যাপক গাজী জাহিদ হোসেন প্রধান অতিথি ছিলেন। প্রধান আলচক ছিলেন সুজন কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী দিলিপ কুমার সকার। বিশেষ অতিথি ছিলেন সুজন ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম ইলিয়াস সিকদার ফরহাদ। গোল টেবিল বৈঠকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক দলের নারী নেত্রী ও ইয়থ লিডারসহ ৭০ জন অংশগ্রহন করেন। গোল টেবিল বৈঠকে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন, নির্বাচনী সংস্কার, কার্যকর জাতীয় সংসদ, স্বাধীন বিচার বিভাগ, নিরপেক্ষ নির্বাচন কমিশন, সাংবিধানিক সংস্কার, গণতান্ত্রিক রাজনৈতিক দল, স্বাধীন বিধিবদ্ধ প্রতিষ্ঠান, দুর্নীতি বিরোধী অভিযান, প্রশাসনিক সংস্কার, বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকার, গণমাধ্যমের স্বাধীনতা, শক্তিশালি নাগরিক সমাজ, মানবাধিকার সংরক্ষণ, একটি নুতন সামাজিক চুক্তি, পরিবেশের ভারসম্য রক্ষা, আথির্ক খাতে সুশাসন প্রতিষ্ঠা ও তরুনদের জন্য বিনিয়োগ বিষয় নিয়ে আলোচনা করা হয়। মূলপ্রবন্ধের ওপরে উপস্থিত অংশগ্রহণকারীরা তাদের মতামত তুলে ধরেন। এ মতামতের ভিত্তিতেই একটি সুপারিশমালা তৈরি করা হবে বলে বৈঠকে জানানো হয়।