Latest News
রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫ ।। ১২ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে রুস্তুম আলী চাষীর মৃত্যুতে বিএনপির মিলাদ

ঝালকাঠিতে রুস্তুম আলী চাষীর মৃত্যুতে বিএনপির মিলাদ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলা বিএনপির সহসভাপতি, জেলা কৃষক দলের সভাপতি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র রুস্তুম আলী চাষীর মৃত্যুতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলা বিএনপি শহরের ব্র্যাকমোড় সংলগ্ন একটি মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়। এতে বিএনপির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। দোয়া অনুষ্ঠানের আগে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর। তিনি রুস্তুম আলী চাষীর বর্নাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করা হয়। এছাড়াও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্যও দোয়া করা হয়। গত ২৭ আগস্ট করোনা আক্রান্ত হয়ে ঝালকাঠি সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন রুস্তুম আলী চাষী। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, অ্যাডভোকেট নাসিমুল হাসান, অ্যাডভোকেট আনিসুর রহমান, অ্যাডভোকেট ফয়সাল খান, অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, আমিনুল ইসলাম লিটন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …