স্টাফ রিপোর্টার :
করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া মধ্যবিত্ত শতাধিক পরিবারকে পুরো রমজান মাসের খাদ্যসামগ্রী উপহার দিলেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস এম রুহুল আমীন রিজভী। বুধবার সকল মধ্যবিত্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌছে দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ২৫ কেজি চাল, ৩ কেজি মুশুড়ি ডাল, ২ কেজি ছোলা বুট, ৫ কেজি আলু, পেঁয়াজ ৫ কেজি, তেল ২ লিটার, মুড়ি ২ কেজি, চিড়া ২ কেজি, লবন ২ কেজি, চিনি ৩ কেজি, ডিম ২ ডজন, লাউ ১ টা, মিষ্টি কুমাড় ১ টা, মুরগি ২ টা ও ১ টা মাছ। প্রথম দফায় শতাধিক পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী দেওয়া হয়।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এসএম রুহুল আমীন রিজভী বলেন,‘ লকডাউনে থাকার কারণে আমি ঢাকায় আটকে আছি। কিন্তুু আমার মন ঝালকাঠিতে পড়ে আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার নেতা জননেতা আমির হোসেন আমু এমপির নির্দেশে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হওয়া মধ্যবিত্ত পরিবার গুলোকে আমরা পক্ষ থেকে সামান্য উপহার হিসেবে এই খাদ্য সামগ্রী দিচ্ছি। এই সময়ে মধ্য বিত্ত পরিবার গুলো চরম ভোগান্তিতে পড়েছে। তারা নিন্মবিত্তদের মত রাস্তায় দাড়িয়ে ত্রাণ নিতে পারছে না।
জনতার কণ্ঠ 24 সংবাদ
সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার বিষয়ে নাগরিকদের মতামত ও অভিজ্ঞতা জানতে কমিউনিটি অ্যাকশন মিটিং
স্টাফ রিপোর্টার : ঝালকাঠি সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নের লক্ষ্যে সেবাগ্রহীতাদের অংশগ্রহণে কমিউনিটি অ্যাকশন মিটিং …