Latest News
শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ।। ২২শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঝালকাঠিতে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ শিক্ষক সমিতি ঝালকাঠি জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কোর্ট রোডে সংগঠনের কার্যালয়ে বৃহস্পতিবার সকাল ১১ টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি মো. তোফাজ্জেল হোসেন হাওলাদারের সভাপতিত্বে সম্মেলনে বরিশাল আঞ্চলিক সমিতির সাধারণ সম্পাদক মো. তোফায়েল আহম্মেদ প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক নেতা সুনীল বরন হালদার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন খান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষক রিপন কুমার হালদার, মো. ফারুক হোসেন, এসএম আমিরুল ইসলাম, লস্কর মো. মাসুদ, মো. শাহ আলম, আলী হায়দার ও মো. হুমায়ুন কবির। জেলা কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার দাস অনুষ্ঠান সঞ্চালন করেন।
সম্মেলনে সর্বসম্মতভাবে মো. তোফাজ্জেল হোসেন হাওলাদারকে সভাপতি ও স্বপন কুমার দাসকে সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত করে নুতন কমিটি ঘোষণা করা হয়।