Latest News
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ।। ২৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে শিক্ষাপ্রতিষ্ঠানে হারমোনিয়াম ও তবলা বিতরণ

ঝালকাঠিতে শিক্ষাপ্রতিষ্ঠানে হারমোনিয়াম ও তবলা বিতরণ

স্টাফ রিপোর্টার :
শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক চর্চা কার্যক্রম পরিচালনার জন্য ঝালকাঠিতে হারমোনিয়াম ও তবলা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের হাতে একটি করে হারমোনিয়াম ও দুইটি তবলা তুলে দেন জেলা প্রশাসক মো. জোহর আলী। জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় জেলা কালচারাল কর্মকর্তা মো. আল মামুন, মুক্তিযোদ্ধা দুলাল সাহা ও টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমুসহ চারটি উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সাংস্কৃতিক কর্মকান্ডে সংশ্লিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন।