Latest News
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ।। ২৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে শিক্ষার্থীদের উদ্যোগে দরিদ্রের পোষাক বিতরণ

ঝালকাঠিতে শিক্ষার্থীদের উদ্যোগে দরিদ্রের পোষাক বিতরণ

স্টাফ রিপোর্টার :
‘আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসই পারে মহৎ কিছু গড়ে তুলতে’ এ স্লোগানে দরিদ্রদের মাঝে পোষাক বিতরণ করেছে ঝালকাঠি সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে স্থানীয় মা ও শিশু বান্ধব সংস্থার সহযোগীতায় কলেজ মিলনায়তনে দরিদ্র ৫৬ ব্যক্তির হাতের পোষাক তুলে দেন কলেজ অধ্যক্ষ মো. জাহাঙ্গীর খান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক ড. মো.শামীম আহসান, মা ও শিশু বান্ধব সংস্থার প্রতিনিধি সৈয়দ আলী আহসান প্রমুখ।
আয়োজকরা জানান, কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রীরা হতদরিদ্রদের সহায়তার জন্য এক মাস ধরে শিক্ষক-শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের বাড়তি পোষাক থেকে জামা, প্যান্ট,পাঞ্জাবি, শাড়ি ও শিশুদের পোষাক সংগ্রহ করে। স্থানীয় মা ও শিশু বান্ধব সংস্থা ও কলেজের সহকারী অধ্যাপক ড. শামীম আহসানের সহায়তায় সংগ্রহকৃত পোষাকগুলো দরিদ্র পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।