Latest News
রবিবার, ২৮ মে ২০২৩ ।। ১৪ই জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

ঝালকাঠিতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে মেধাবী ২৯ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। একই সঙ্গে ‘আমাদের ইশকুল’ সাধারণ জ্ঞান ও গণিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। সদর উপজেলার শ্রীমন্তকাঠি বিএস মাধ্যমিক বিদ্যালয় চত্বরে শনিবার সকালে এলজি ইলেকট্রনিক্সের সহযোগিতায় স্থানীয় ডিবেটিং সোসাইটি এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এলজি ইলেকট্রনিক্সের হেড অফ কনজিউমার মাহামুদুল হাসান। আমাদের ইশকুল প্রতিযোগিতার উপদেষ্টা হরেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে ঝালকাঠি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নীল রতন দত্ত, শেখেরহাট ইউপি চেয়ারম্যান নুরুল আমিন সুরুজসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৬টি বিদ্যালয়ের ৫টি ক্যাটাগরিতে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং ২৫ জন ছাত্র ছাত্রীকে এককালীন দেড় হাজার টাকা করে ও ৪ জনকে ১ বছর মেয়াদী ১ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

রাজাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির রাজাপুরে পুকুরের পানিতে ডুবে রমজান হোসেন নামে দুই বছর বয়সী এক …