স্টাফ রিপোর্টার :
‘মুজিববর্ষের অঙ্গীকার: দৃষ্টিনন্দন টেকসই শিক্ষা অবকাঠামো গড়া’ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি সোমবার দুপুরে ফলক উন্মোচন ও কেক কেটে এ কার্যক্রমের শুভ সূচনা করেন। ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রম আগে বিভাগীয় শহর বরিশাল থেকে পরিচালিত হতো। ঝালকাঠিতে দপ্তরটি চালু হওয়ায় কার্যক্রম পরিচালনা সহজতর হওয়াসহ সেবার মান বৃদ্ধি পাবে।
Home / জাতীয় / ঝালকাঠিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের কার্যক্রম উদ্বোধন করলেন আমু
জনতার কণ্ঠ 24 সংবাদ
সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার বিষয়ে নাগরিকদের মতামত ও অভিজ্ঞতা জানতে কমিউনিটি অ্যাকশন মিটিং
স্টাফ রিপোর্টার : ঝালকাঠি সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নের লক্ষ্যে সেবাগ্রহীতাদের অংশগ্রহণে কমিউনিটি অ্যাকশন মিটিং …