Latest News
মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ ।। ১৮ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ

ঝালকাঠিতে শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার :
‘সবার জন্য ঈদ আনন্দ’ এ স্লোগান নিয়ে ঝালকাঠিতে শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে। নবগ্রাম ব্লাড ডোনার্স অর্গানাইজেশন নামে একটি সেচ্ছাসেবী সংগঠন শুক্রবার সকাল ১১টা নবগ্রাম মডেল হাইস্কুল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। শিশুদের হাতে ঈদের পোশাক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি খান আরিফুর রহমান। সংগঠনের সভাপতি কাজী গালিস মাহামুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আঞ্চলিক ব্যবস্থাপক দ্বীপু হাফিজুর রহমান, নবগ্রাম মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আখতার হোসেন, আওয়ামী লীগ নেতা কাঞ্চন আলী মিয়া। ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে শতাধিক শিশুদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।