Latest News
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৭শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে শিশুসমাবেশ, আলোচনা ও পুরস্কার বিতরণ

ঝালকাঠিতে শিশুসমাবেশ, আলোচনা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি আয়োজিত দুই দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে শনিবার শিশুসমাবেশ, ‘সব শিশুকে সংগে নিয়ে, বদলে দেব এ পৃথিবী’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। কালেক্টরেট স্কুলে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম। ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ পরে শিশুদের চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।