স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে শীতার্ত অসহায় মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কার্যলয়। মঙ্গলবার সকালে জেলা কমান্ড্যান্ট এর কার্যালয় প্রাঙ্গনে কম্বল বিতরণ করেন জেলা কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহমেদ। শতাধিক শীতার্তদের হাতে কম্বল তুলে দেয়া হয়। এ সময় সহকারী জেলা কমান্ড্যান্ট মো. জাহিদুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। জেলা কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহমেদ বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সব সময় দেশের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে। দেশের যেকোনো ক্রান্তিকালে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসে। শীতার্ত অসহায় মানুষরা কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আনসারের এ কার্যক্রমের প্রশংসা করেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার বিষয়ে নাগরিকদের মতামত ও অভিজ্ঞতা জানতে কমিউনিটি অ্যাকশন মিটিং
স্টাফ রিপোর্টার : ঝালকাঠি সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নের লক্ষ্যে সেবাগ্রহীতাদের অংশগ্রহণে কমিউনিটি অ্যাকশন মিটিং …