Latest News
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ।। ২৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে শুরু হয়েছে প্রচারণা

ঝালকাঠিতে শুরু হয়েছে প্রচারণা

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির চারটি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পরপরই শুরু হয়েছে প্রচার-প্রচারণা। দুপুরের পর থেকে সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী খান আরিফুর রহমানের পক্ষে শহরে মাইকিং শুরু হয়। দলের উন্নয়নের স্লোগান দিয়ে মাইকে খান আরিফুর রহমানের পক্ষে নৌকা প্রতীকে ভোট প্রার্থণা করা হয়। এদিকে নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান বিনাপ্রতি›িদ্বতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বি দলের বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট জি কে মোস্তাফিজুর রহমান প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় সিদ্দিকুর রহমান নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে একমাত্র প্রার্থী রয়েছেন। তিনি বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হতে যাওয়ায় তাঁর সমর্থকরা শুক্রবার সকালে বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেছেন। প্রার্থীর মুখে মিষ্টি তুলে দিয়ে আনন্দ-উৎসব করছেন নেতাকর্মীরা।