Latest News
রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২৬শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে শুরু হয়েছে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ২০২৩

ঝালকাঠিতে শুরু হয়েছে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ২০২৩

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে শুরু হয়েছে জেলা পর্যায়ের শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ২০২৩ প্রতিযোগিতা। সোমবার সকাল ৯টায় ঝালকাঠির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক ফারহ্ গুল নিঝুম। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থা যুব গেমস এর আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ্ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলুসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং খেলোয়ারবৃন্দ।
উদ্বোধনী পুরুষ ফুলবল খেলা অনুষ্ঠিত হয় রাজাপুর উপজেলা দল এবং নলছিটি উপজেলা দলের মধ্যে। এই ম্যাচে টাইব্রেকারে রাজাপুর দল ৪-২ গোলে নলছিটি দলকে হারিয়ে জয় লাভ করে। অপর ম্যাচে ঝালকাঠি সদর উপজেলা দল ৩-০ গোলের ব্যবধানে কাঠালিয়া উপজেলা দলকে পরাজিত করে।
শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসে ফুটবল, হ্যান্ডবল, দাবা, শুটিংসহ বিভিন্ন খেলায় অংশ নেয় ক্রীড়াবিদরা। এ গেমসের আয়োজন চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …