স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। পরে পুলিশ বিভাগসহ সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা জাজানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. জোহর আলী এতে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন। আলোচনা সভা শেষে শিশুদের মধ্যে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কণ এবং প্রেজেন্টেশন প্রস্তুত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …