Latest News
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ।। ২রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঝালকাঠিতে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পঞ্চম পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস এম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টানে অন্যদের মধ্যে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট ঝালকাঠি জেলার সহকারি পরিচালক সত্যজিৎ প্রমানিক, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তরুন কর্মকার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রকৌশলী দিলীপ কুমার হালদার ও মন্দির ভিত্তিক শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা অনিতা বিশ্বাস বক্তব্য দেন।
ঝালকাঠি জেলায় ৪৪টি মন্দির ভিত্তিক শিক্ষাকেন্দ্র রয়েছে এবং ৪৪ জন শিক্ষক কর্মরত রয়েছেন। জেলায় ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৩২৫ জন। পরে জেলা প্রশাসক মো. হামিদুল হক শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।