স্টাফ রিপোর্টার :
করোনা পরিস্থিতিতে অচল হয়ে পরেছে গোটা দেশ। বর্তমান অবস্থায় দৈনিক খেটে খাওয়া মানুষ অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে। এ অবস্থায় ঝালকাঠিতে সংবাদপত্র বিতরণ কর্মীদের খাদ্য সহায়তা দিলো জেলা প্রশাসন। ঝালকাঠি সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতির ২৩ সদস্যকে বৃহস্পতিবার দুপুরে এ সহায়তা প্রদানকরা হয়া। জেলা প্রশাসক মো. জোহর আলীর নির্দেশে ঝালকাঠি সার্কিট হাউস চত্ত¡রে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহম্মেদ হাসান এবং ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত হকারদের হাতে দশকেজি চাল, এককেজি ডাল, দুইকেজি আলু, এককেজি তেল ও একটি সাবান তুলে দেন। খাদ্য সহায়তা পেয়ে সমিতির সভাপতি সালাহউদ্দিন এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জেলা প্রশাসক মো. জোহর আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা প্রশাসনের সিদ্ধান্তনুযায়ী দুইকিস্তিতে হকারদের এ সহায়তা প্রদান করা হয়।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ঝালকাঠির নলছিটির তাঁড়াবাড়ি মন্ডপে আরতি প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি শহরের তাঁরাবাড়ি দুর্গা পূজা মন্ডপে আরতি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার …