Latest News
বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ।। ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে সংস্কৃতিজন নারায়ণ সাহার নাগরিক শোকসভা

ঝালকাঠিতে সংস্কৃতিজন নারায়ণ সাহার নাগরিক শোকসভা

স্টাফ রিপোর্টার :
‘মৃত্যুতে নিঃশেষ নও তুমি বন্ধু’ স্লোগানে ঝালকাঠিতে বিশিষ্ট আবৃত্তিকার, সংস্কৃতিজন, সরকারি গণগ্রন্থাগারের অবসরপ্রাপ্ত লাইব্রেরিয়ান নারায়ণ চন্দ্র সাহা রায়ের নাগরিক শোকসভা হয়েছে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে শুক্রবার রাতে ম্যাক কিন্ডার গার্টেনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন খানের সভাপতিত্বে প্রয়াত নারায়ণ সাহার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, তাঁর মেয়ে অনিন্দিতা বৃষ্টি, নাট্যজন শুভাষ দাস, সূর্যালোক ট্রাস্টের নির্বাহী পরিচালক হেমায়েত উদ্দিন হিমু, সুরসাগর সভাপতি সাইদুর রহমান সেন্টু, কবিতা চক্রের সাধারণ সম্পাদক আল আমিন বাকলাই, ধ্রুবতারা সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদ, প্রতীক নাট্যগোষ্ঠীর সহসভাপতি কাজী শফিকুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সভাপতি রফিকুল ইসলাম স্বপন, শিল্পী সংসদের আবদুল বারেক খলিফা, ছাত্র ইউনিয়নের বিপ্লব চক্রবর্তী ও অনির্বাণ শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা প্রশান্ত দাস হরি। ‘ক্যান্সার’ এর কাছে হার মেনে নারায়ণ সাহা গত ১০ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যান।