Latest News
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ।। ১৩ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে সনাকের মানববন্ধন

ঝালকাঠিতে সনাকের মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
পরিবেশগত ছাড়পত্র ছাড়াই টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চলের পাশে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করা হয়েছে। ঝালকাঠি টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১১টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সনাকের সভাপতি অধ্যক্ষ মো. লাল মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সনাকের সহসভাপতি হেমায়েত উদ্দিন হিমু, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, টিআইবির এরিয়া ম্যানেজার মো. রোকনুজ্জামান, ইয়েস দলনেতা উম্মে আয়মান জ্যোতি, সহদল নেতা আনন্দ চক্রবর্তী, সদস্য আমিনুল ইসলাম ও রাফিউল ইসলাম। বক্তারা বলেন, সংবিধান এবং আইন লঙ্ঘন করে এ ধরনের প্রাণ ও প্রতিবেশ বিধ্বংসী কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ থেকে বিরত থাকার জন্য সরকারকে আহ্বান জানান।