Latest News
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ।। ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে সমাজসেবা অধিদপ্তরের কর্মশালা

ঝালকাঠিতে সমাজসেবা অধিদপ্তরের কর্মশালা

স্টাফ রিপোর্টার :
‘সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজকল্যাণ এগিয়ে চলে’ এ স্লোগানে ঝালকাঠিতে সামাজিক নিরাপত্তার আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সফল বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশার উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। উপজেলা সমাজসেবা অফিস এ কর্মশালার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌসের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান মহিন উদ্দিন তালুকদার ও ইসরাত জাহান সোনালী এবং জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার মুখার্জী। কর্মশালায় সমাজের সকল অসহায় মানুষকে ভাতার আওতায় আনার জন্য সরকারের উদ্যোগ সফল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এজন্য জনপ্রতিনিধিদের সঠিকভাবে কাজ করারও পরামর্শ দেওয়া হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …