Latest News
সোমবার, ৪ মার্চ ২০২৪ ।। ২০শে ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের মানপাশা শের-ই-বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা তথ্য অফিসের উদ্যোগে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। জেলা তথ্য অফিসার মো. রিয়াদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিন উদ্দিন তালুকদার, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান প্রমুখ।
আলোচনায় দেশের উন্নত রাষ্ট্র ও জাতি গঠন ভিশন : ২০৪১, এসডিজি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০ উদ্যোগ (ব্রান্ডিং), মাদক প্রতিরোধ, তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীসহ এলাকার বিশিষ্টজন উপস্থিত ছিলেন। পরে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক প্রমাণ্যচিত্র প্রদর্শিত হয়।