Latest News
সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ ।। ১৯শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে সময়ের আলোর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝালকাঠিতে সময়ের আলোর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার :
দৈনিক সময়ের আলো পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. ইউনিুস আলী সিদ্দিকী, পৌর প্যানেল মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার, পৌর কাউন্সিলর ও জেলা যুবলীগ আহ্বায়ক রেজাউল করিম জাকির, আওয়ামী লীগ নেতা ও সদর উপজেলার কেওড়া ইউপি চেয়ারম্যান আবু সাঈদ খান, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খসরু নোমান, যুবলীগ নেতা মো. ছবির হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুর রশীদ, রিপোর্টার্স ইউনিটর সভাপতি আল আমিন তালুকদার, এনটিভির স্টাফ রিপোর্টার কেএম সবুজ, সাংবাদিক দিবস তালুকদারসহ সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। বক্তারা, সময়ের আলোর উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে হরতাল বিরোধী যুবলীগ-ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে হরতালের বিরুদ্ধে মোটরসাইকেল নিয়ে মিছিল করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। …