Latest News
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ।। ২৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে সরকারি গণগ্রন্থাগারের পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠান

ঝালকাঠিতে সরকারি গণগ্রন্থাগারের পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার :
‘গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিতর্ক প্রতিযোগিতা এবং বিভিন্ন দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠান। ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আনছার উদ্দীন সোমবার বিকালে গণগ্রন্থাগারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাছুমা আক্তার, জেলা আওয়ামী লীগের সাংষ্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন খান ও টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু ছিলেন বিশেষ অতিথি। সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান কাম সহকারী পরিচালক খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ, নারী উদ্যোক্তা ও ব্র্যান্ডিংগার্ল সালমা আক্তার এবং ঝালকাঠি ডিবেটিং সোসাইটির সভাপতি সৈয়দ জালিছ মাহমুদ বক্তৃতা করেন।
বিতর্ক প্রতিযোগিতায় ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় ও ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এরমধ্যে ‘সেরা বিতার্কিক’ হয় হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের চৈতি বাগচি। এছাড়া শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বাংলা নববর্ষ-১৪২৬ উপলক্ষে পূর্বে অনুষ্ঠিত রচনা, গল্পবলা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি-শিক্ষক শুক্লা ওঝা।