Latest News
বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ।। ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে সরকারি চাল জব্দের ঘটনায় ইউপি সদস্যে মনিরের বিরুদ্ধে এজাহার দায়ের, বরিশাল দুদকে প্রেরণ

ঝালকাঠিতে সরকারি চাল জব্দের ঘটনায় ইউপি সদস্যে মনিরের বিরুদ্ধে এজাহার দায়ের, বরিশাল দুদকে প্রেরণ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে সরকারি আড়াইটন চাল জব্দের ঘটনায় সদর উপজেলার বাসন্ডা ইউনিয়ন পরিষদের সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা মেম্বারস ফোরামের সভাপতি মো. মনিরুজ্জামান মনিরের নামে ঝালকাঠি থানায় এজাহার দায়ের করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজি আক্তারের নির্দেশে মঙ্গলবার রাতে ঝালকাঠি থানায় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোজাম্মেল হক বাদী হয়ে এ এজাহার দায়ের করেন। গত ৬ এপ্রিল রাতে এনএসআইর তথ্যের বিভত্তিতে বাসন্ডা ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মনিরের গ্রামের বাড়ি থেকে আড়াইটন সরকারি চাল জব্দ করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি আহমেদ হাসান। এ ঘটনায় জেলা প্রশাসক মো. জোহর আলী ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম মনিরের বিরুদ্ধে গত ১০ এপ্রিল প্রতিবেদন জমা দিলে জেলা প্রশাসক ১৩ এপ্রিল নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, মনির মেম্বরের বিরুদ্ধে দায়ের করা সরকারি চাল আত্মসাতের এজাহারে অপরাধের ধারা দুদক তফসিলভুক্ত হওয়ায় এজাহার গ্রহণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিকদল সভাপতির ওপর হামলা

স্টাফ রিপোর্টার : ঝালকাঠি নলছিটিতে উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. মিজানুর রহমানের ওপর হামলার অভিযোগ পাওয়া …