স্টাফ রিপোর্টার :
‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ এ প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে গণমাধ্যম ব্যক্তিবর্গের সঙ্গে টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের কুমার পট্টি এলাকায় সনাকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সনাকের সহসভাপতি হেমায়েত উদ্দিন হিমুর সভাপতিত্বে সভায় টিআইবির এরিয়া ম্যানেজার মো. রোকনুজ্জামান দুর্নীতিবিরোধী প্রয়াসও সাংবাদিকদের সম্পৃক্ততা এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ধারণাপত্র উপস্থাপন করেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক দুলাল সাহা, প্রেস ক্লাবের সহসভাপতি আক্কাস সিকদার, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জিয়াউল হাসান পলাশ ও টেলিভিশন সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক শফিউল আজম টুটুল। সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেস ক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক মানিক রায়, সনাক সহসভাপতি ড. কামরুন্নেসা আজাদ, প্রেস ক্লাব সহসাধারণ সম্পাদক কে এম সবুজ, টেলিভিশন সাংবাদিক সমিতির সহসম্পাদক জহিরুল ইসলাম জলিল, প্রেস ক্লাবের সদস্য মানিক আচার্য্য, রতন আচার্য্য, রাজু খান ও প্রথম আলো প্রতিনিধি মাহামুদুর রহমান পারভেজ। সনাকের পক্ষ থেকে অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে নাগরিক ভোগান্তি, হয়রানি, সেবাখাতের সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরে দুর্নীতি বিরোধী আন্দোলনকে আরো বেগবান করার আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ দেশের দুর্নীতি রোধকল্পে সনাকের দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনে অধিকতর সম্পৃক্ত থেকে আন্দোলনকে আরও শক্তিশালী করার আশা ব্যক্ত করেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যৌথ কর্মীসভা
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে স্বেচ্ছাসেবক দল, …