Latest News
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ।। ৩০শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠিতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ডেইলি স্টার পত্রিকার প্রতিনিধি জহিরুল ইসলাম জুয়েলের ওপর হামলা ও পটুয়াখালীর বাউফলে প্রথম আলো প্রতিনিধি এবিএম মিজানুর রহমানকে হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে সংবাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। ঝালকাঠি প্রেস ক্লাব ও প্রথম আলো বন্ধুসভা যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভপতি চিত্তরঞ্জন দত্ত, সাধারণ সম্পাদক মো. আক্কাস সিকদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা, সদস্য শফিউল ইসলাম সৈকত, প্রথম আলোর জেলা প্রতিনিধি মাহামুদুর রহমান, বন্ধু সভার সভাপতি শাকিল হাওলাদার রনি। এসময় বক্তারা সাংবাদিকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
গত ৫ জুন রাজাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় স্থানীয় সোহাগ ক্লিনিকের মালিকের নির্দেশে কর্মচারিরা ঝালকাঠি প্রেস ক্লাবের সদস্য ও ডেইলি স্টার প্রতিনিধি জহিরুল ইসলাম জুয়েরের ওপর হামলা করে । পরে উল্টো তাঁর বিরুদ্ধে রাজাপুর থানায় একটি ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে সোহাগ ক্লিনিক কর্তৃপক্ষ। এ ছাড়া ঈদুল ফিতরের আগের দিন গত ২৪ মে বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক ও স্থানীয় সাংসদ আ.স.ম ফিরোজের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে যুবলীগ নেতা তাপস দাস নিহত হয়। এ ঘটনায় নিহত তাপসের বড় ভাই পংকজ চন্দ্র দাস বাদি হয়ে পৌর মেয়রসহ ৩৫ জনের নামে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলায় সাংসদ আ.স.ম ফিরোজের নির্দেশে ২০ নম্বর আসামী করা হয় প্রথম আলো বাউফল উপজেলা প্রতিনিধি মিজানুর রহমানকে। সাংসদ এবং তার ভাইর বিভিন্ন অনিয়মের সংবাদ প্রকাশের কারণে মিজানুর রহমানের ওপর ক্ষিপ্ত ছিলেন আ.স.ম ফিরোজ।

জনতার কণ্ঠ 24 সংবাদ

সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার বিষয়ে নাগরিকদের মতামত ও অভিজ্ঞতা জানতে কমিউনিটি অ্যাকশন মিটিং

স্টাফ রিপোর্টার : ঝালকাঠি সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নের লক্ষ্যে সেবাগ্রহীতাদের অংশগ্রহণে কমিউনিটি অ্যাকশন মিটিং …