স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে নানা আয়োজনের মধ্য দিয়ে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাঙালিআনার অস্টম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত পালিত হয়েছে। শনিবার রাতে শহরের টাউনহলে প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে দুস্থদের মাঝে সেলাই মেশিন, শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু এমপি।
সংগঠনের সভাপতি মো. ছবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যন সরদার মো. শাহ অলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার। এ অনুষ্ঠানে অসহায় ও দুস্থদের মাঝে সেলাই মেশিন, শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে সংগঠনের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের নলছিটি উপজেলার শাখার আয়োজনে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ …